গাবুয়া খানকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৪ বিশেষ প্রতিনিধি মোঃ জলিলুর রহমান সোনালী টেলিভিশন, পটুয়াখালী। পটুয়াখালী জেলা, মির্জাগঞ্জ উপজেলার (ঢাকা-বরগুনা মহাসড়ক সংলগ্ন) গাবুয়া খানকায়ে সুলতানিয়ায় বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত। এখানে প্রতি বছর এই দিনে চন্দ্রপাড়া পাক দরবার শরীফের পীর কেবলাজানের হুকুমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতিবছর শত শত ভক্তবৃন্দের আগমনে মুখরিত হয় (মাহফিল ময়দান) জান্নাতের বাগান। উক্ত মাহফিলে চন্দ্রপাড়া পাক দরবার শরীফের নির্ধারিত মাওলানার মাধ্যমে মানুষকে দ্বীনের পথে দাওয়াত প্রদান করা হয়। এছাড়াও প্রতি সপ্তাহে সোমবার স্থানীয় জাকেরবৃন্দ সম্মিলিত হয়ে জলসা জিকির আজগার ওয়াজিফা পাঠ এবং তবারক বিতরণ করা হয়। উক্ত দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ এবং বর্তমান উত্তপ্ত আবহাওয়া পরিস্থিতি সমাধানের জন্য আল্লাহ পাকের নিকট দোয়া করা হয়। গাবুয়া খানকাহ কমিটির সভাপতি সহ সংশ্লিষ্ট সবাই বাংলাদেশ সরকারের দেশ পরিচালনা এবং উন্নয়নের কথা স্মরণ করে জাতির পিতা বঙ্গবন্ধুর বিদেহী আত্নার প্রতি দোয়া এবং শ্রদ্ধা নিবেদন করেন। সর্বোপরি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি দোয়া এবং তরিকায়ে নকশবন্দিয়া মোজাদ্দেদিয়া চন্দ্রপুরী দরবার শরীফের আইন কানুন মেনে সকলের সাথে মিলেমিশে ইবাদত করার আহ্বান জানিয়ে দোয়া মোনাজাত শেষ করেন। SHARES ইসলাম ও জীবন বিষয়: