সিরিয়ায় রাশিয়ার বিমান হামলায় পাঁচ শিশুসহ নিহত ৮ somapti somapti barta প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৯ মহানগর বার্তা ডেস্কঃ সিরিয়ার ইদলিবে রাশিয়ার বিমান হামলায় পাঁচ শিশুসহ আটজন বেসামরিক নিহত হয়েছেন। মঙ্গলবার সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি স্কুলে এ হামলা চালানো হয়। খবর গালফ নিউজের। ইদলিব প্রদেশের দক্ষিণে সরাকিব শহরের কাছাকাছি জুবাস গ্রামকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। হামলায় সেখানে একটি স্কুলে আশ্রয় নেওয়া বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ডিসেম্বরের মাঝামাঝি থেকে ইদলিবে বিমান হামলা শুরু করেছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের মিত্র রাশিয়া। গত বৃহস্পতিবার থেকে ইদলিবের অনেক শহর তারা নিয়ন্ত্রণে নিয়েছে। এপ্রিলে মস্কো সমর্থিত আসাদ বাহিনীর হামলায় কমপক্ষে ১ হাজার বেসামরিক নিহত হয়, বাস্তুচ্যুত হয় ৪ লাখেরও বেশি। আগস্টে আসাদ বাহিনী যুদ্ধবিরতি ঘোষণা করলেও হামলা অব্যাহত রয়েছে এবং প্রতিদিনই বেসামরিক লোক প্রাণ হারাচ্ছে। SHARES আন্তর্জাতিক বিষয়: