ভিপি নুরুর ওপর হামলায় ড. কামালের নিন্দা somapti somapti barta প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৯ মহানগর বার্তা,ঢাকাঃ ডাকসু ভিপি নূরুসহ ছাত্র নেতৃবৃন্দের ওপর হামলার নিন্দা প্রকাশ করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। রোববার (২২ ডিসেম্বর) গণফোরাম থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সংহতি ও প্রতিবাদ সমাবেশে মুক্তিযুদ্ধ মঞ্চ নামধারী ছাত্রলীগের হামলায় ডাকসু ভিপি নূরুল হক নুরু, হাসান আল মামুন, রাশেদ খান, ফারুক হাসানসহ প্রায় অর্ধশতাধিক ছাত্র আহত হয়। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। গণফোরামের নির্বাহী সভাপতি এডভোকেট সুব্রত চৌধুরী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন মুহাম্মদ উল্লাহ মধু। SHARES জাতীয় বিষয়: