ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ somapti somapti barta প্রকাশিত: ১:৪৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৯ মোঃশামীম উদ্দিন (ঈশ্বরদী)পাবনা,প্রতিনিধিঃ- সিএনজি মোটরসাইকেল সংঘর্ষে মোস্তাফিজুর রহমান সোহেল (৩৭) নামের এক জন নিহত । নিহত মোস্তাফিজুর রহমান সোহেল পাবনা জেলার আমিনপুর গ্রামের সাত্তার আলীর ছেলে। সোমবার (২৬ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে আলহাজ ভোকেশনাল ইনষ্টিস্টিউ সামনে ঈশ্বরদী-দাশুড়িয়া মহা সড়কে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, সকালে আলহাজ ভোকেশনাল ইনষ্টিস্টিউ সামনে সিএনজি ও মোটরসাইকেলের মুখমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলে থাকা মোস্তাফিজুর রহমান সোহেল নিহত হয়। স্থানীয়রা এসে ফায়ারসার্ভিস এর কর্মকর্তা দের খবর দেয়। এবং তারা ঘটনাস্তলে পৌছে মোস্তাফিজুর রহমান সোহেল কে মৃত ঘোশনা করে। ঈশ্বরদী থানার এস আই আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। SHARES সারা দেশ বিষয়: