নামাজে আকৃষ্ট করতে প্রবাসীর উদ্যোগঃ টানা ৪০দিন নামাজ আদায় করে কিশোররা পেল স্কুল ব্যাগ somapti somapti barta প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৯ মোঃমাসুম (ষ্টাফ রিপোর্টার)- গাজীপুরের শ্রীপুরে গোসিংগা ইউনিয়নের কর্ণপুর গ্রামের বাইতুল ফালাহ জামে মসজিদে ৪০ দিন নিয়মিত নামাজ আদায় করায় কিশোরদের মাঝে স্কুল ব্যাগ প্রদান করা হয়। ১২ বছর সমবয়সী ছেলেরা গত এক মাস আগে একাধারে ৪০ দিন পর্যন্ত ফজরের নামাজসহ পাঁচ ওয়াক্ত মসজিদে আদায় করে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রবাসী ঘোষণা করেন ১২ বছরের সমবয়সী ছেলেরা মসজিদে এসে যদি ফজরের নামাজ সহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাহলে তাদেরকে পুরস্কৃত করা হবে।তারই ধারাবাহিকতায় এ পুরষ্কার প্রদান করা হয়েছে। কর্ণপুর মসজিদের খতিব জনাব আবু সাঈদ আশরাফী বলেন ,মূলত একজন প্রবাসী ভাই নাম প্রকাশে অনিচ্ছুক ছোট ছোট ছেলেদেরকে নামাজের প্রতি আকৃষ্ট করার জন্য এই মহতী উদ্যোগ নিয়েছেন ৪০ দিন নামাজ পড়লে তাদেরকে পুরস্কৃত করা হবে। ১৫ নভেম্বর শুক্রবার সাদিকুল ইসলাম , গোলাম রাব্বি ,তানিম আহমেদ, আরমান, রিয়ান, আশিক ,শোয়ায়েব , হাসিবুল, সবুজ , অনিক ,ফাহিম ,জুনায়েদ ,রাকিব, সাহবির কে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় স্কুল ব্যাগ প্রদান করা হয়। SHARES সারা দেশ বিষয়: