শ্রীপুরে স্বর্ণের দোকানে ডাকাতি,গুলিবিদ্ধ ১। somapti somapti barta প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৯ আফজাল হোসেন(নিজস্ব প্রতিবেদক)-গাজীপুরের শ্রীপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধা সাড়ে সাতটার দিকে উপজেলার জৈনা বাজারে অবস্থিত লক্ষী জুয়েলার্স ও নিউ দিপা জুয়েলার্সে এ ঘটনা ঘটে।এসময় ডাকাতের গুলিতে নিউ দিপা জুয়েলার্সের মালিক গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ নিউ দিপা জুয়েলার্সের মালিকের নাম শ্রী দেবেন্দ্র কর্মকার (৩৫)তিনি স্থানীয় গৌর চন্দ্র কর্মকারের ছেলে। প্রতক্ষ্যদর্শীরা জানায়, সন্ধা সাড়ে সাতটার দিকে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল জৈনা বাজারে শৈলাট রোডে অবস্থিত লক্ষী জুয়েলার্স ও নিউ দিপা জুয়েলার্সের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দোকানে প্রবেশ করে।পরে দোকানে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালাতে গেলে নিউ দিপা জুয়েলার্সের মালিক বাঁধা দেয়।এসময় ডাকাতরা তার পেটে গুলি করে পালিয়ে যায়। রক্তাক্তবস্থায় শ্রী দেবেন্দ্র কর্মকারকে মাওনা চৌরাস্তায় অবস্থিত আল-হেরা হাসপাতালে আনা হলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আল-হেরা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃতৌহিদুল ইসলাম জানান,গুলিবিদ্ধ দেবেন্দ্র কর্মকারের নাভির বাম পাশে একটি গুলি গভীরে চলে যাওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)লিয়াকত আলী জানান,ঘটনার পর থেকে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। SHARES সারা দেশ বিষয়: