শ্রীপুরে জেল হত্যা দিবসে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্ণ, নভেম্বর ৪, ২০১৯

 

আরিফ প্রধান(শ্রীপুর) গাজীপুরঃ  ৩ নভেম্বর জেল হত্যা দিবস। ১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামান, জাতীয় এই চার নেতাকে।

শোকাবহ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন শ্রীপুর পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। ৩ নভেম্বর রবিবার সকাল ১০ টায় শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ অফিস কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শ্রীপুর পৌর আওয়ামীলীগের সভাপতি, আলহাজ্ব সিরাজুল ইসলামের সভাপতিত্বে, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো: নূরে আলম মোল্লার সঞ্চালনায়, বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এড. সামসুল আলম প্রধান।

গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, শ্রীপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আনিছুর রহমান, সহ সভাপতি সাফি উদ্দিন মোড়ল, যুবও ক্রিড়া বিষয়ক সম্পাদক, হুমায়ূন কবির হিমু, মাওনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমির হামজা, সদস্য আঃ লতিফ, সদস্য, ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন,

শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, আবুল খায়ের, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, ওয়াজ উদ্দিন, কাউন্সিলর শাহজাহান মন্ডল, হাবিবুল্লাহ, তাজউদ্দিন আহমেদ। শ্রমিকলীগ নেতা আরজু সরকার, যুবলীগ নেতা হাবিবুর রহমান জুয়েল, সেলিম শেখ প্রমুখ।উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।